হিতোপ 16:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 খাঁটি তরাজু ও নিক্তি সদাপ্রভুরই; থলিয়ার বাটখারা সকল তাঁহার কৃত বস্তু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 খাঁটি বাটখারা ও দাঁড়িপাল্লা মাবুদেরই; থলের বাটখারাগুলো তাঁর কৃত বস্তু। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 খাঁটি দাঁড়িপাল্লা ও নিক্তি সদাপ্রভুরই অধীনে থাকে; থলির সব বাটখারা তাঁর দ্বারাই নির্মিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 সঠিক ওজনের বাটখারা ও দাঁড়ি পাল্লা প্রভুর কাম্য, বেচাকেনাতেও তিনি চান সততা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 খাটি তরাজু ও নিক্তি সদাপ্রভুরই; থলিয়ার বাটখারা সকল তাঁহার কৃত বস্তু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 প্রভু চান সমস্ত মাপকাঠি এবং মাত্রা সঠিক হোক্ এবং ব্যবসায়িক চুক্তিগুলি নিয়মানুযায়ী হোক্। অধ্যায় দেখুন |