হিতোপ 15:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ; কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়; কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সদাপ্রভু দুষ্টদের বলিদান ঘৃণা করেন, কিন্তু ন্যায়পরায়ণদের প্রার্থনা তাঁকে সন্তুষ্ট করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 দুর্জনের হোমবলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ, কিন্তু সজ্জনের প্রার্থনা তাঁর প্রীতিজনক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ; কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 দুর্জনদের নৈবেদ্যকে প্রভু ঘৃণা করেন। কিন্তু সজ্জনদের প্রার্থনা শুনে প্রভু খুশী হন। অধ্যায় দেখুন |
যে ব্যক্তি গো হনন করে, সে নরহত্যা করে; যে ব্যক্তি মেষশাবক বলিদান করে, সে কুকুরের গলা ভাঙ্গিয়া ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধিধূপ জ্বালায়, সে মিথ্যাদেবের ধন্যবাদ করে; হাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণার্হ বস্তুতে প্রীত হয়;