হিতোপ 15:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 যে শাসন অমান্য করে, সে তাহার প্রাণকে তুচ্ছ করে; কিন্তু যে অনুযোগ শুনে, সে বুদ্ধি উপার্জন করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 যে শাসন অমান্য করে, সে তার প্রাণকে তুচ্ছ করে; কিন্তু যে তিরস্কার শোনে, সে বুদ্ধি উপার্জন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 যারা শাসন অমান্য করে তারা নিজেদেরই ঘৃণা করে, কিন্তু যে সংশোধনে মনোযোগ দেয় সে বুদ্ধি-বিবেচনা লাভ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 উপদেশ যে অগ্রাহ্য করে সে নিজেরই ক্ষতিসাধন করে, অনুযোগ যে গ্রহণ করে সে হয় আরও বিজ্ঞ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 যে শাসন অমান্য করে, সে আপন প্রাণকে তুচ্ছ করে; কিন্তু যে অনুযোগ শুনে, সে বুদ্ধি উপার্জ্জন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 যদি একজন ব্যক্তি অনুশাসন অস্বীকার করে, সে নিজেরই ক্ষতি করছে। কিন্তু সে যদি অপরের দ্বারা সংশোধিত হওয়াকে গ্রহণ করে তাহলে সে বোধশক্তি লাভ করে। অধ্যায় দেখুন |