হিতোপ 15:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়; কিন্তু মন্ত্রিবাহুল্যে সেই সকল সুস্থির হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 মন্ত্রণার অভাবে সমস্ত সঙ্কল্প ব্যর্থ হয়; কিন্তু অনেক মন্ত্রীর দরুন সেসব সুস্থির হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 পরামর্শের অভাবে সব পরিকল্পনা ব্যর্থ হয়, কিন্তু মন্ত্রণাদাতাদের সংখ্যা বেশি হলে সেগুলি সফল হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সুমন্ত্রণার অভাবে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়, উপযুক্ত মন্ত্রণায় সেগুলি হয় সার্থক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়; কিন্তু মন্ত্রিবাহুল্যে সে সকল সুস্থির হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যদি কেউ পর্যাপ্ত উপদেশ না পায় তাহলে তার পরিকল্পনা খাটে না। কিন্তু কেউ যদি জ্ঞানীদের কথা শুনে চলে তাহলে তার পরিকল্পনা সাফল্য লাভ করবে। অধ্যায় দেখুন |