হিতোপ 15:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 দুঃখীর সকল দিনই অশুভ; কিন্তু যাহার হৃষ্টমন, তাহার সততই ভোজ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 দুঃখীর সকল দিনই অশুভ; কিন্তু যার হৃষ্টমন, তার সততই ভোজ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 নিপীড়িতদের পক্ষে জীবনের সব দিনই বাজে, কিন্তু আনন্দিত অন্তর সর্বদাই ভোজে মেতে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 দুঃখীর জীবনের প্রতিটি দিনই বেদনাময়, কিন্তু সুখীজনের হৃদয় তৃপ্তির আনন্দে পরিপূর্ণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 দুঃখীর সকল দিনই অশুভ; কিন্তু যাহার হৃষ্ট মন, তাহার সততই ভোজ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 কিছু গরীব মানুষ সবসময় দুঃখী থাকে। কিন্তু যাদের হৃদয় রয়েছে আনন্দ তাদের জীবন হচ্ছে একটি অব্যাহত উৎসবের মত। অধ্যায় দেখুন |