হিতোপ 15:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 পাতাল ও বিনাশস্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর; তবে মনুষ্য-সন্তানদের হৃদয়ও কি তদ্রূপ নয়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর; তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 মৃত্যু ও বিনাশ সদাপ্রভুর দৃষ্টিগোচর— তবে মানবমন আরও কত না বেশি দৃষ্টিগোচর! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 পাতাল এবং নরকও প্রভুর দৃষ্টি থেকে নিজেকে গোপন রাখতে পারে না, মানুষ কি করে পারবে ঈশ্বরের কাছ থেকে তার চিন্তাভাবনা লুকিয়ে রাখতে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পাতাল ও বিনাশস্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর; তবে মনুষ্য-সন্তানদের হৃদয়ও কি তদ্রূপ নয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 প্রভু সব জানেন। এমনকি মৃত্যুর সময়ও কি ঘটে তাও তিনি জানেন। সুতরাং একথা সত্যি যে প্রভু মানুষের মনের এবং হৃদয়ের কথাও জানতে পারেন। অধ্যায় দেখুন |