হিতোপ 15:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 সৎ-পথত্যাগীর জন্য দুঃখদায়ক শাস্তি আছে; যে তিরস্কার ঘৃণা করে, সে মরিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 অসৎ পথের পথিকের জন্য দুঃখদায়ক শাস্তি আছে; যে তিরস্কার ঘৃণা করে, সে মরবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 যে সঠিক পথ ত্যাগ করেছে তার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করে আছে; যে সংশোধন ঘৃণা করে সে মারা যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 বিপথগামীর জন্যে রয়েছে কঠোর শাস্তি, অনুযোগ যে ঘৃণা করে তার মৃত্যু অবধারিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 সৎ-পথত্যাগীর জন্য দুঃখদায়ক শাস্তি আছে; যে অনুযোগ ঘৃণা করে, সে মরিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যে জ্ঞানের পথ পরিত্যাগ করবে তার শাস্তি হবে। যে নিজেকে অপরের দ্বারা শোধরাতে অস্বীকার করে তার বিনাশ হবে। অধ্যায় দেখুন |