হিতোপ 14:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 যে দাস বুদ্ধিপূর্বক চলে, তাহার প্রতি রাজার অনুগ্রহ বর্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁহার ক্রোধের পাত্র হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, তার প্রতি বাদশাহ্র অনুগ্রহ বর্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁর ক্রোধের পাত্র হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 রাজা জ্ঞানবান দাসকে নিয়ে আনন্দ করেন, কিন্তু লজ্জাজনক দাস তাঁর প্রকোপ জাগিয়ে তোলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সুযোগ্য কর্মী রাজার অনুগ্রহ লাভ করে, কিন্তু যার জন্য তিনি লজ্জিত হন সে হয় তাঁর ক্রোধের পাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 যে দাস বুদ্ধিপূর্ব্বক চলে, তাহার প্রতি রাজার অনুগ্রহ বর্ত্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁহার ক্রোধের পাত্র হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 জ্ঞানী আধিকারিক পেলে রাজা সুখী হন। কিন্তু মূর্খ নেতাদের প্রতি রাজা ক্রুদ্ধ হন। অধ্যায় দেখুন |