Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 14:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙ্গিয়া ফেলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 স্ত্রীলোকদের বিজ্ঞতা তাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা নিজের হাতে তা ভেঙ্গে ফেলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 জ্ঞানবতী মহিলা তার বাড়ি গেঁথে তোলে, কিন্তু মূর্খ মহিলা নিজের হাতে তার বাড়ি ভেঙে ফেলে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 নারীর প্রজ্ঞায় গড়ে ওঠে সুখের সংসার, কিন্তু তাদের মূর্খতায় ঘর ভেঙ্গে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙ্গিয়া ফেলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 একজন জ্ঞানী মহিলা তার জ্ঞান দিয়েই নিজের সংসার তৈরী করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 14:1
10 ক্রস রেফারেন্স  

বরং ছাদের কোণে বাস করা ভাল, তবু বিবাদিনী স্ত্রীর সহিত প্রশস্ত বাটীতে বাস করা ভাল নয়।


বরং নির্জন ভূমিতে বাস করা ভাল, তবু বিবাদিনী ও কোপনা স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।


তাহাতে নগরদ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবেশ করিল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়ার তুল্য করুন, যে দুই জন ইস্রায়েলের কুল নির্মাণ করিয়াছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হউক।


হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর বিবাদ অবিরত বিন্দুপাতের তুল্য।


নবাটের পুত্র যারবিয়ামের পাপ-পথে গমন করা যেন তাঁহার পক্ষে লঘু বিষয় বোধ হইত, তাই তিনি সীদোনীয়দের ইৎবাল রাজার কন্যা ঈষেবলকে বিবাহ করিলেন, আর গিয়া বালের সেবা ও তাঁহার কাছে প্রণিপাত করিতে লাগিলেন।


ইতিমধ্যে অহসিয়ের মাতা অথলিয়া যখন দেখিল যে, তাহার পুত্র মরিয়াছে, তখন সে উঠিয়া সমস্ত রাজবংশ বিনষ্ট করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন