হিতোপ 13:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়; কিন্তু যে অনুযোগ মান্য করে, সে সম্মানিত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়; কিন্তু যে তিরস্কার মান্য করে, সে সম্মানিত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যে শাসন উপেক্ষা করে তাকে দারিদ্র ও লজ্জা ভোগ করতে হয়, কিন্তু যে সংশোধনে মনোযোগ দেয় সে সম্মানিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 যে উপদেশ অগ্রাহ্য করে তার ভাগ্যে জোটে দারিদ্র্য ও অপমান, কিন্তু যে শাসন মানে সে হয় সম্মানিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়; কিন্তু যে অনুযোগ মান্য করে, সে সম্মানিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না সে অচিরেই গরীব হয় ও লজ্জিত বোধ করে। কিন্তু যে সংশোধন গ্রহণ করে সে লাভবান হবে। অধ্যায় দেখুন |