হিতোপ 13:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 যে বাক্য তুচ্ছ করে, সে আপনার সর্বনাশ ঘটায়; যে ভয়পূর্বক আজ্ঞা মানে, সে পুরস্কার পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 যে কালাম তুচ্ছ করে, সে নিজের সর্বনাশ ঘটায়; যে ভয়পূর্বক হুকুম মানে, সে পুরস্কার পায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যে নির্দেশ অবজ্ঞা করে তাকে এর মূল্য চোকাতে হয়, কিন্তু যে আজ্ঞাকে সম্মান করে সে পুরস্কৃত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সৎ পরামর্শ যে অবহেলা করে সে নিজের বিপদ ডেকে আনে, কিন্তু যে সসম্ভ্রমে অনুশাসন পালন করে তার কোন বিপদ ঘটে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 যে বাক্য তুচ্ছ করে, সে আপনার সর্ব্বনাশ ঘটায়; যে ভয়পূর্ব্বক আজ্ঞা মানে, সে পুরস্কার পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 যে ব্যক্তি আদেশকে অবজ্ঞা করে সে ধ্বংস হয়। যে ব্যক্তি আদেশকে শ্রদ্ধা করবে সে পুরস্কৃত হবে। অধ্যায় দেখুন |