হিতোপ 13:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু মনোবাসনার সিদ্ধি জীবনবৃক্ষ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আশা পূর্ণ হতে বিলম্ব হওয়া হৃদয়ের পীড়াজনক; কিন্তু মনোবাসনার পরিপূর্ণতা জীবন-বৃক্ষের মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে, কিন্তু পূর্ণ আকাঙ্ক্ষা এক জীবনবৃক্ষ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 প্রত্যাশা ব্যর্থ হলে মন ভেঙ্গে যায়, কিন্তু বাসনা পূর্ণ হলে আনন্দে ভরে ওঠে মন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু বাঞ্ছার সিদ্ধি জীবনবৃক্ষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আশা যদি ক্রমাগত দূরে সরে যেতে থাকে তাহলে হৃদয় দুঃখিত হয়। আকাঙ্খিত বস্তু পাওয়া জীবন বৃক্ষের মত। অধ্যায় দেখুন |