হিতোপ 11:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 দুষ্ট মরিলে তাহার আশ্বাস নষ্ট হয়; আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 দুষ্ট মরলে তার প্রত্যাশা নষ্ট হয়; আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 নশ্বর মানুষে স্থাপিত আশা তাদের সাথেই নষ্ট হয়; তাদের ক্ষমতার সব প্রতিজ্ঞা নিষ্ফল হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মৃত্যুর সঙ্গে দুষ্টের আশা-ভরসা লোপ পায়, বিফল হয় তার ধনদৌলতের উপর ভরসা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 দুষ্ট মরিলে তাহার আশ্বাস নষ্ট হয়; আর অধর্ম্মের প্রত্যাশা বিনাশ পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 একজন দুষ্ট ব্যক্তির মৃত্যুর পর তার আর কোনও আশা নেই। ধনসম্পত্তির জন্য তার সমস্ত আশাও নিশ্চিহ্ন হয়ে যায়। অধ্যায় দেখুন |