হিতোপ 11:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 যে নিজ পরিবারের কণ্টক, সে বায়ু অধিকার করে; আর অজ্ঞান বিজ্ঞচিত্তের দাস হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 যে নিজের পরিবারের কাঁটা, সে কিছুই পায় না; আর অজ্ঞান বিজ্ঞচিত্তের গোলাম হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যারা তাদের পরিবারে সর্বনাশ ডেকে আনে তারা উত্তরাধিকারসূত্রে শুধু বাতাসই পাবে, ও মূর্খেরা জ্ঞানবানের দাস হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 যে পরিবারে সঙ্কট সৃষ্টি করে পরিণামে সে সবই হারায়, মূর্খকে হতে হয় জ্ঞানবানের অধীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 যে নিজ পরিবারের কন্টক, সে বায়ু অধিকার করে; আর অজ্ঞান বিজ্ঞচিত্তের দাস হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 যে ব্যক্তি নিজের পরিবারকে বিপন্ন করে সে কোন কিছুই লাভ করতে পারে না এবং পরিশেষে নির্বোধরা বুদ্ধিমানদের দাসত্ব করতে বাধ্য হয়। অধ্যায় দেখুন |