হিতোপ 11:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 যে ধার্মিকতায় অটল, সে জীবন পায়; কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ায়, সে নিজ মৃত্যু ঘটায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 যে ধার্মিকতায় অটল, সে জীবন পায়; কিন্তু যে নাফরমানীর পিছনে দৌড়ায়, সে নিজের মৃত্যু ঘটায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 প্রকৃতপক্ষে ধার্মিক মানুষ জীবন লাভ করে, কিন্তু যে কেউ মন্দের পশ্চাদ্ধাবন করে সে মৃত্যুর সন্ধান পায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 সৎ পথে যে সুস্থির, সে বাঁচে, অসৎ কাজে যে লিপ্ত তার মৃত্যু অবধারিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 যে ধার্ম্মিকতায় অটল, সে জীবন পায়; কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ে, সে নিজ মৃত্যু ঘটায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ধার্মিকতা জীবন নিয়ে আসে। দুষ্ট লোকরা পাপের পিছনে ছোটে এবং নিজেদের মৃত্যু ডেকে আনে। অধ্যায় দেখুন |