হিতোপ 11:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত; কিন্তু ন্যায্য বাটখারা তাঁহার তুষ্টিকর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ছলনার দাঁড়িপাল্লা মাবুদের ঘৃণিত; কিন্তু ন্যায্য বাট্খারা তাঁর তুষ্টিকর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভু অসাধু দাঁড়িপাল্লা ঘৃণা করেন, কিন্তু সঠিক বাটখারা তাঁকে সন্তুষ্ট করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 যে ওজনে ঠকায় সে ঈশ্বরের ঘৃণার পাত্র, যে ন্যায্যা মাপে জিনিষ দেয় সে ঈশ্বরের প্রীতির পাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত; কিন্তু ন্যায্য বাট্খারা তাঁহার তুষ্টিকর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 কিছু মানুষ অপরকে প্রতারিত করতে ভুযো দাঁড়িপাল্লা ব্যবহার করে। তাদের দাঁড়িপাল্লা সঠিক ওজন দেখায় না। প্রভু ঐ ভুযো দাঁড়িপাল্লাকে ঘৃণা করেন। যথাযথ বাটখারা প্রভুকে তুষ্ট করে। অধ্যায় দেখুন |