Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 11:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত; কিন্তু ন্যায্য বাটখারা তাঁহার তুষ্টিকর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 ছলনার দাঁড়িপাল্লা মাবুদের ঘৃণিত; কিন্তু ন্যায্য বাট্‌খারা তাঁর তুষ্টিকর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভু অসাধু দাঁড়িপাল্লা ঘৃণা করেন, কিন্তু সঠিক বাটখারা তাঁকে সন্তুষ্ট করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যে ওজনে ঠকায় সে ঈশ্বরের ঘৃণার পাত্র, যে ন্যায্যা মাপে জিনিষ দেয় সে ঈশ্বরের প্রীতির পাত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত; কিন্তু ন্যায্য বাট্খারা তাঁহার তুষ্টিকর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 কিছু মানুষ অপরকে প্রতারিত করতে ভুযো দাঁড়িপাল্লা ব্যবহার করে। তাদের দাঁড়িপাল্লা সঠিক ওজন দেখায় না। প্রভু ঐ ভুযো দাঁড়িপাল্লাকে ঘৃণা করেন। যথাযথ বাটখারা প্রভুকে তুষ্ট করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 11:1
10 ক্রস রেফারেন্স  

খাঁটি তরাজু ও নিক্তি সদাপ্রভুরই; থলিয়ার বাটখারা সকল তাঁহার কৃত বস্তু।


রকম রকম বাটখারা সদাপ্রভুর ঘৃণাস্পদ, ছলনার তৌল-দণ্ড ভাল নয়।


রকম রকম বাটখারা ও রকম রকম ঐফা, উভয়ই সদাপ্রভুর ঘৃণিত।


সে ব্যবসায়ী, তাহার হস্তে ছলনার নিক্তি, সে ঠকাইতে ভালবাসে।


আর ইফ্রয়িম বলিয়াছে, আমি ত ঐশ্বর্যবান হইলাম, আপনার নিমিত্ত সংস্থান করিলাম, আমার সমস্ত শ্রমে এমন কোন অপরাধ পাওয়া যাইবে না, যাহাতে পাপ হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন