হিতোপ 10:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 যে গ্রীষমকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে, কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 যে সন্তান যথাসময়ে সঞ্চয় করে সে বুদ্ধিমান, ফসল কাটার মরশুমে যে সন্তান ঘুমিয়ে কাটায় সে কলঙ্ক স্বরূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 একজন জ্ঞানী পুত্র সঠিক ঋতুতে শস্য কাটবে। কিন্তু কোন লোক যদি শস্য সংগ্রহের সময় ঘুমিয়ে থাকে, তাহলে সে লজ্জিত হবে। অধ্যায় দেখুন |