হবক্ 3:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তুমি আপন অশ্বগণ লইয়া সমুদ্র দিয়া গমন করিলে। সেই মহাজলরাশি দিয়া গমন করিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তুমি তোমার ঘোড়ার পাল নিয়ে সমুদ্র দিয়ে গমন করলে। সেই মহাজলরাশি দিয়ে গমন করলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তোমার ঘোড়াদের দিয়ে তুমি সমুদ্র মাড়িয়ে গেলে, আর মহা জলরাশিকে তোলপাড় করলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অভিযানকালে তোমার বাহনের পদ তাড়নায় মহাসিন্ধু হল ফেনায়িত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তুমি আপন অশ্বগণ লইয়া সমুদ্র দিয়া গমন করিলে। সেই মহাজলরাশি দিয়া গমন করিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 কিন্তু আপনার ঘোড়াগুলো গভীর জলের মধ্যে আলোড়িত করে ছুটে গিয়েছিল। অধ্যায় দেখুন |