হবক্ 1:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 সেই সকলকে বড়শিতে তুলে, তাহাদিগকে নিজ জালে ধরে, খালুইতে একত্র করে; এই জন্য সে আনন্দিত ও উল্লসিত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 সেই সকলকে বড়শিতে তুলে, তাদেরকে নিজের জালে ধরে, খালুইতে একত্র করে; এজন্য সে আনন্দিত ও উল্লসিত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 দুষ্ট শত্রু তাদের সকলকে বড়শিতে তোলে, সে তাদেরকে নিজের জালে ধরে, তারপর টানা-জালে তাদের একত্রিত করে; তাই সে আনন্দ করে ও উল্লসিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 কলদীয়েরা সকলকে বড়শিতে গেঁথে তুলেছে, জাল ফেলে ধরেছে, আবদ্ধ করেছে বেড়াজালে, তারপর ফেটে পড়ছে আনন্দে ও উল্লাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 সে সকলকে বড়শীতে তুলে, তাহাদিগকে নিজ জালে ধরে, খালুইতে একত্র করে; এই জন্য সে আনন্দিত ও উল্লাসিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 শত্রু বঁড়শি এবং জাল দিয়ে তাদের সবাইকে ধরছে। শত্রু তাদের জাল দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে এবং শত্রু যা ধরছে তাতে খুবই খুশী। অধ্যায় দেখুন |