হগয় ভাববাদীর পুস্তক 1:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 দারিয়াবস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষের নিকটে এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের কাছে উপস্থিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 বাদশাহ্ দারিয়ুসের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের প্রথম দিনে মাবুদের কালাম হগয় নবী দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক এহুদার নেতা এবং যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসার কাছে নাজেল হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 রাজা দারিয়াবসের দ্বিতীয়বর্ষের রাজত্বকালে ষষ্ঠ মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য ভাববাদী হগয়ের দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যিহূদার শাসনকর্তা এবং যিহোষাদকের পুত্র মহাযাজক যিহোশূয়ের কাছে উপস্থিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 পারস্যের রাজা দারাউসের রাজত্বকালের দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসের প্রথম দিনে নবী হগয়ের মাধ্যমে যিহুদীয়ার শাসনকর্তা জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয়ের কাছে (জেরুব্বাবেল ছিলেন শণ্টিয়েলের পুত্র এবং যিহোশূয় যিহোষাদকের পুত্র) প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 দারিয়াবস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষের কাছে এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের কাছে উপস্থিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 দারিয়াবস রাজার রাজত্বকালের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের প্রথম দিনে প্রভু হগয় ভাববাদীর মধ্য দিয়ে সরুব্বাবিলের ও যিহোশূযের কাছে কথা বললেন। সরুব্বাবিল ছিলেন শল্টীয়েলের পুত্র এবং যিহূদার রাজ্যপাল এবং যিহোশূয় ছিলেন মহাযাজক। এই হল সেই বার্তা। অধ্যায় দেখুন |
আর যিরূশালেমে ঈশ্বরের গৃহের স্থানে আসিলে পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁহাদের অবশিষ্ট ভ্রাতৃগণ, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দিদশা হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক কার্য আরম্ভ করিলেন, এবং সদাপ্রভুর গৃহের কার্যের তত্ত্বাবধানের জন্য বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দিগকে নিযুক্ত করিলেন।