সফনিয় 2:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হইবে; অস্দোদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে, ও ইক্রোণ উন্মূলিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কারণ গাজা পরিত্যক্ত ও অস্কিলোন ধ্বংসস্থান হবে; অস্দোদের লোকদেরকে মধ্যাহ্নকালে তাড়িয়ে দেওয়া হবে ও ইক্রোণকে উপ্ড়ে ফেলা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 গাজা পরিত্যাক্ত হবে অস্কিলোন ধ্বংস হবে। দিনের বেলার মধ্যেই অস্দোদকে খালি করে দেওয়া হবে এবং ইক্রোণবাসিদের উপড়ে ফেলা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কারণ গাজা নগর হবে জনমানবহীন, আস্কেলন হবে পরিত্যক্ত, আস্দোদের অধিবাসীরা বেলা দ্বিপ্রহরে বিতাড়িত হবে, আর এক্রোণ হবে সমূলে ধ্বংস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হইবে; অস্দোদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে, ও ইক্রোণ উন্মূলিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কেউ গাজাতে পড়ে থাকবে না। অস্কিলোন ধ্বংস হবে। দুপুরের মধ্যে জনসাধারণকে অস্দোদ ছাড়ার জন্য বল প্রয়োগ করা হবে। ইক্রোণ খালি হয়ে যাবে! অধ্যায় দেখুন |