সখরিয় 9:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর তাহার পার্শ্বে স্থিত হমাৎ এবং প্রচুর জ্ঞানবিশিষ্ট সোর ও সীদোনও তাহার ভাগী হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর তার পাশে অবস্থিত হমাৎ এবং প্রচুর জ্ঞানবিশিষ্ট টায়ার ও সীদোনও তার ভাগী হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 আর হমাৎ-এর উপরেও, যে তার সীমানার কাছে, এবং সোর ও সীদোনের উপরে, যদিও তারা খুবই দক্ষ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হাদ্রাকের সীমান্তে অবস্থিত হমাত এবং জ্ঞানসমৃদ্ধ টায়ার ও সীদোনও প্রভুর অধিকারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর তাহার পার্শ্বে স্থিত হমাৎ এবং প্রচুর জ্ঞানবিশিষ্ট সোব ও সীদোনও তাহার ভাগী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 এই বার্তাটি হমাৎ-এর বিরুদ্ধে। হমাৎ হদ্রক শহরের সীমা। এই বার্তাটি সোর ও সীদোনের বিরুদ্ধে, যদিও সেই দেশের লোকেরা জ্ঞানী এবং দক্ষ। অধ্যায় দেখুন |