সখরিয় 8:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আর অনেক দেশের লোক ও বলবান জাতিগণ বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে ও সদাপ্রভুর নিকটে বিনতি করিতে যিরূশালেমে আসিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর অনেক দেশের লোক ও বলবান জাতিরা বাহিনীগণের মাবুদের খোঁজ করতে ও মাবুদের কাছে ফরিয়াদ করতে জেরুশালেমে আসবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 আর অনেক জাতির লোক ও শক্তিশালী জাতিরা সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে বিনতি করতে জেরুশালেমে আসবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 বহু দেশের লোক ও শক্তিশালী জাতিসমূহ তাঁর আরাধনা ও অনুগ্রহ ভিক্ষা করতে জেরুশালেমে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর অনেক দেশের লোক ও বলবান জাতিগণ বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে ও সদাপ্রভুর কাছে বিনতি করিতে যিরূশালেমে আসিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 অনেক লোক এবং অনেক বলবান জাতি জেরুশালেমে সর্বশক্তিমান প্রভুর উপাসনা করতে ও তাঁর অনুগ্রহের অন্বেষণ করতে আসবে। অধ্যায় দেখুন |