সখরিয় 8:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া এই সময়ে যিরূশালেমের ও যিহূদা-কুলের মঙ্গল সাধনের সঙ্কল্প করিলাম; তোমরা ভয় করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 বাহিনীগণের মাবুদ বলেন, তেমনি আবার এই সময়ে জেরুশালেম ও এহুদা-কুলের মঙ্গল সাধনের সঙ্কল্প করলাম; তোমরা ভয় করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 “সুতরাং এখন আমি আবার যিহূদা ও জেরুশালেমের প্রতি মঙ্গল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ভয় কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তেমনি আজ আবার আমি জেরুশালেম ও যিহুদাকুলের হিতসাধনের সঙ্কল্প করেছি, সুতরাং তোমরা ভয় করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া এই সময়ে যিরূশালেমের ও যিহূদা-কুলের মঙ্গল সাধনের সঙ্কল্প করিলাম; তোমরা ভয় করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “এখন আমি আমার মন পরিবর্তন করেছি আর জেরুশালেম ও যিহূদার লোকদের মঙ্গল করবার বিষয় স্থির করেছি। সুতরাং ভয় পেও না। অধ্যায় দেখুন |