সখরিয় 7:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তৎকালে বৈথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাহাদের লোকদিগকে সদাপ্রভুর নিকটে বিনতি করিতে প্রেরণ করিল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 সেই সময় বেথেলের লোকেরা শরেৎসর, রেগম্মেলক ও তাদের লোকদেরকে মাবুদের কাছে ফরিয়াদ করতে প্রেরণ করলো, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 বেথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাদের লোকদের সদাপ্রভুর কাছে বিনতি করতে পাঠিয়েছিল অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 সেই সময়ে বেথেলের লোকেরা শারেৎসার ও রেগেম-মেলেককে লোকজনসহ প্রভু পরমেশ্বরের অনুগ্রহ লাভের জন্য মন্দিরে বিনতি করতে পাঠালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তৎকালে বৈথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাহাদের লোকদিগকে সদাপ্রভুর কাছে বিনতি করিতে প্রেরণ করিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 বৈথেলের লোকরা শরেৎসর, রেগম্মেলক ও তার লোকেদের প্রভুর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পাঠিয়েছিলেন। অধ্যায় দেখুন |