সখরিয় 5:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর দেখ, সেই ঐফাপাত্রের সীসার ঢাকনিটা তোলা হল, আর তার মধ্যে এক জন স্ত্রীলোক বসে আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তারপর সীসার ঢাকনি তোলা হল, আর ঐফার মধ্যে একজন স্ত্রীলোক বসেছিল! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 ঝুড়িটার সীসের ঢাকনা খোলা হল। দেখলাম, ঝুড়ির মধ্যে একটি রমণী বসে আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। তিনি কহিলেন, এ দুষ্টতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঝুড়ির সীসার তৈরী ঢাকনাটা খোলা হলে দেখা গেল তার মধ্যে এক স্ত্রীলোক। অধ্যায় দেখুন |