সখরিয় 4:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তাহাতে যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই সকল কি তাহা কি জান না? আমি কহিলাম, হে আমার প্রভু, জানি না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তাতে যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি জবাবে আমাকে বললেন, এসব কি তা কি জান না? আমি বললাম, হে আমার প্রভু জানি না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তিনি উত্তর দিলেন, “তুমি কি জানো না এগুলি কী?” আমি উত্তর দিলাম, “হে প্রভু, না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তিনি বললেন, তুমি জান না এগুলি কি? আমি বললাম আজ্ঞে, না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তাহাতে যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই সকল কি তাহা কি জান না? আমি কহিলাম, হে আমার প্রভু জানি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 দেবদূতটি বললেন, “এই জিনিসগুলো কি তা কি তুমি জানো না?” আমি বললাম, “জানি না মহাশয়।” অধ্যায় দেখুন |