সখরিয় 3:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন; ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন, আর তাঁহার বিপক্ষতা করিবার জন্য শয়তান [বিপক্ষ] তাঁহার দক্ষিণে দাঁড়াইয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে তিনি আমাকে মহা-ইমাম ইউসাকে দেখালেন; ইনি মাবুদের ফেরেশতার সম্মুখে দাঁড়িয়ে ছিলেন, আর তাঁর বিরুদ্ধতা করার জন্য শয়তান তাঁর ডান পাশে দাঁড়িয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 তারপর তিনি আমাকে দেখালেন মহাযাজক যিহোশূয় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 এর পর তিনি আমাকে দেখালেন, প্রধান পুরোহিত যিহোশূয় প্রভু পরমেশ্বরের দূতের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর শয়তান তাঁর বিরুদ্ধে অভিযোগ করার জন্য তাঁর ডান দিকে দাঁড়িয়ে রয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন; ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন, আর তাঁহার বিপক্ষতা করিবার জন্য শয়তান [বিপক্ষ] তাঁহার দক্ষিণে দাঁড়াইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 দেবদূতটি আমাকে মহাযাজক যিহোশূয়কে দেখালেন। যিহোশূয় প্রভুর দূতের সামনে দাঁড়ালেন আর শয়তান তাঁর ডানদিকে দাঁড়াল। শয়তান যিহোশূয়কে মন্দ কাজ করবার জন্য দোষারোপ করেছিল। অধ্যায় দেখুন |