সখরিয় 14:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর সেই সকল শিবিরে উপস্থিত অশ্ব, অশ্বতর, উষ্ট্র, গর্দভ প্রভৃতি সকল পশুর প্রতি আঘাত ঐ আঘাতের ন্যায় হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর সেসব শিবিরে উপস্থিত ঘোড়া, খচ্চর, উট, গাধা প্রভৃতি সকল পশুর প্রতি আঘাত ঐ আঘাতের মত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 একইরকম মহামারি সেনা-ছাউনির ঘোড়া ও খচ্চর, উট ও গাধা, এবং অন্যান্য সব পশুকে আঘাত করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তাদের শিবিরেও ঘোড়া, খচ্চর, উট, গাধা ইত্যাদি যেসব পশু থাকবে তারাও ঐ একইভাবে ধ্বংস হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর সেই সকল শিবিরে উপস্থিত অশ্ব, অশ্বতর, উষ্ট্র, গর্দ্দভ প্রভৃতি সকল পশুর প্রতি আঘাত ঐ আঘাতের ন্যায় হইবে। অধ্যায় দেখুন |