সখরিয় 14:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 যিহূদাও যিরূশালেমে যুদ্ধ করিবে, এবং চারিদিকের সমস্ত জাতির ধন, স্বর্ণ, রৌপ্য ও বস্ত্র অতিশয় প্রচুররূপে সঞ্চয় করা যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 এহুদাও জেরুশালেমের পক্ষে যুদ্ধ করবে এবং চারদিকের সমস্ত জাতির ধন, সোনা, রূপা ও কাপড়-চোপড় বিপুল পরিমাণে সঞ্চয় করা যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যিহূদাও জেরুশালেমে যুদ্ধ করবে। চারিদিকের সমস্ত জাতির ধনসম্পদ জড়ো করা হবে—প্রচুর পরিমাণে সোনা, রুপো ও কাপড়চোপড়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এমনকি যিহুদীয়াও জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং প্রতিবেশী সমস্ত জাতির ধনসম্পদ–সোনা, রূপো, পোষাক পরিচ্ছদ প্রচুর পরিমাণে সংগৃহীত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যিহূদাও যিরূশালেমে যুদ্ধ করিবে, এবং চারিদিকের সমস্ত জাতির ধন, স্বর্ণ, রৌপ্য ও বস্ত্র অতিশয় প্রচুররূপে সঞ্চয় করা যাইবে। অধ্যায় দেখুন |