সখরিয় 11:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তখন আমি কহিলাম, আমি তোমাদিগকে চরাইব না; যে মরে সে মরুক, ও যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হউক, এবং অবশিষ্ট লোকেরা একজন অন্যের মাংস গ্রাস করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তখন আমি বললাম, আমি তোমাদের চরাব না; যে মরে সে মরুক ও যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হোক এবং অবশিষ্ট লোকেরা এক জন অন্যের মাংস গ্রাস করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 এবং বললাম, “আমি তোমাদের মেষপালক হব না। যে মরে সে মরুক, যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হোক। বাকিরা একে অন্যের মাংস খাক।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আমি মেষমালিকদের বললাম, আমি আর মেষপালকের কাজ করব না। তোমাদের মেষ মরে মরুক, যেগুলো ধ্বংস হবার ধ্বংস হোক, বাকীরা নিজেদের মধ্যে লড়াই করে মরুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তখন আমি কহিলাম, আমি তোমাদিগকে চরাইব না; যে মরে সে মরুক, ও যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হউক, এবং অবশিষ্ট লোকেরা এক জন অন্যের মাংস গ্রাস করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তখন আমি বললাম, “আমি চললাম, আমি তোমাদের যত্ন নেব না। যে সব লোকেরা মরতে বসেছে, তারা মরুক। যারা ধ্বংস হতে চলেছে তাদের ধ্বংস হোক্। এবং যারা বাকী থাকবে তারা একে অপরকে ধ্বংস করুক।” অধ্যায় দেখুন |