সখরিয় 1:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 দারিয়াবসের দ্বিতীয় বৎসরের অষ্টম মাসে সদাপ্রভুর এই বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের অষ্টম মাসে, সদাপ্রভুর বাক্য বেরিখিয়ের ছেলে ভাববাদী সখরিয়ের কাছে এল, বেরিখিয় ছিল ইদ্দোর ছেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সখরিয় ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র ছিলেন। পারস্য সম্রাট দারাউসের রাজত্বের দ্বিতীয় বৎসরের অষ্টম মাসে সখরিয়ের কাছে পরমেশ্বরের এই বাণী এল: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 দারিয়াবসের দ্বিতীয় বৎসরের অষ্টম মাসে সদাপ্রভুর এই বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 বেরিখিয়ের পুত্র সখরিয় প্রভুর কাছ থেকে এই বার্তা পেয়েছিলেন। এটা ঘটেছিল পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের অষ্টম মাসে (সখরিয় ছিলেন বেরিখিয়ের পুত্র, যিনি ছিলেন ভাববাদী ইদ্দোর পুত্র) বার্তাটি ছিল: অধ্যায় দেখুন |