লেবীয় পুস্তক 8:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আর তাঁহার বক্ষে বুকপাটা দিলেন, এবং বুকপাটায় ঊরীম ও তুম্মীম বদ্ধ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর তাঁর বুকে বুকপাটা দিলেন এবং বুকপাটায় ঊরীম ও তুম্মীম আট্কে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 মোশি হারোণকে বুকপাটা দিলেন ও বুকপাটাতে ঊরীম ও তুম্মীম স্থাপন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তার উপর বক্ষসংলগ্ন থলিটি লাগিয়ে দিলেন এবং থলিটির মধ্যে উরিম ও থুমিম রাখলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর তাঁহার বক্ষে বুকপাটা দিলেন, এবং বুকপাটায় ঊরীম ও তুম্মীম বদ্ধ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 মোশি হারোণের বুকে বক্ষাবরণ পরিয়ে দিল। তারপর সে বক্ষাবরণের ভেতরে উরীম ও তূম্মীম রাখল। অধ্যায় দেখুন |