লেবীয় পুস্তক 8:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশুন্য রুটির ডালি সঙ্গে লও, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তুমি হারুন ও তার সঙ্গে তার পুত্রদেরকে এবং সমস্ত পোশাক, অভিষেকের জন্য তেল ও গুনাহ্-কোরবানীর ষাঁড়, দু’টি ভেড়া ও খামিহীন রুটির ডালি সঙ্গে নাও, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “তুমি হারোণ ও তার ছেলেদের, তাদের পোশাক-পরিচ্ছদ, অভিষেকার্থ তেল, পাপার্থক বলিদানের জন্য বাছুর, দুটি মেষ ও এক ঝুড়ি খামিরবিহীন রুটি আনো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তুমি হারোণ ও তার পুত্রদের সঙ্গে নাও। সেই সঙ্গে পোশাকগুলি, অভিষেকের তেল, প্রায়শ্চিত্ত বলির গোবৎস, দুটি মেষ ও খামিরবিহীন রুটির ঝুড়ি নাও এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশূন্য রুটীর ডালি সঙ্গে লও, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “হারোণ ও তার পুত্রদের সঙ্গে নাও। সেই সঙ্গে নাও পোশাক-পরিচ্ছদ, অভিষেকের জন্য তেল, পাপমোচনের নৈবেদ্যর ষাঁড়, দুটি পুরুষ মেষ এবং খামিরবিহীন রুটির ঝুড়ি। অধ্যায় দেখুন |