Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 8:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 আর তিনি চর্ম, মাংস ও গোময়সুদ্ধ গোবৎসটি লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আর তিনি চামড়া, গোশ্‌ত ও গোবরসুদ্ধ বাছুরটি নিয়ে গিয়ে শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 কিন্তু বাছুরটির চামড়া, মাংস ও গোবর শিবিরের বাইরে নিয়ে গেলেন ও সেগুলি পুড়িয়ে দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তিনি সেই গোবৎসের চামড়া, মাংস ও গোময় ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকম নির্দেশই দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আর তিনি চর্ম্ম, মাংস ও গোময়শুদ্ধ গোবৎসটী লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 কিন্তু মোশি ষাঁড়ের চামড়া, তার মাংস এবং শরীরের বর্জ্য পদার্থকে তাঁবুর বাইরে নিয়ে এল। তাঁবুর বাইরে আগুনে মোশি সেগুলিকে পোড়াল। প্রভুর আজ্ঞামতই মোশি এসব করল।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 8:17
9 ক্রস রেফারেন্স  

কিন্তু গোবৎসটির মাংস ও তাহার চর্ম ও গোময় শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহা পাপার্থক বলি।


খ্রীষ্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপস্বরূপ হইলেন; কেননা লেখা আছে, “যে ব্যক্তিকে গাছে টাঙ্গান যায়, সে শাপগ্রস্ত” ;


আর পাপার্থক বলির গোবৎস ও পাপার্থক বলির ছাগ, যাহাদের রক্ত প্রায়শ্চিত্ত করণার্থে পবিত্র স্থানে আনীত হইয়াছিল, লোকেরা সেই পশুগুলিকে শিবিরের বাহিরে লইয়া গিয়া তাহাদের চর্ম, মাংস ও মল অগ্নিতে পোড়াইয়া দিবে।


কিন্তু পবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করিতে যে কোন পাপার্থক বলির রক্ত সমাগম-তাম্বুর ভিতরে আনীত হইবে, তাহা ভোজন করা যাইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।


পরে সে গোবৎসকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রথম বৎসটি যেমন পোড়াইয়া ছিল, তেমনি তাহাকেও পোড়াইয়া দিবে; ইহা সমাজের পাপার্থক বলিদান।


কিন্তু তাহার মাংস ও চর্ম শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন।


পরে তুমি ঐ পাপার্থক বৃষ লইয়া যাইবে, আর সে ধর্মধামের বাহিরে গৃহের নিরূপিত স্থানে তাহা পোড়াইয়া দিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন