লেবীয় পুস্তক 8:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 পরে তিনি অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ ও যকৃতের অন্ত্রাপ্লাবক, এবং দুই মেটিয়া ও তাহার মেদ লইলেন, ও মোশি তাহা বেদির উপরে দগ্ধ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে তিনি অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি ও কলিজার উপরি-ভাগের অংশগুলো এবং দু’টি বৃক্ক ও তার চর্বি নিলেন ও মূসা তা কোরবানগাহ্র উপরে পুড়িয়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 আর মোশি অন্ত্রের সব মেদ, যকৃতের পর্দা, দুটি কিডনি ও কিডনির মেদ ছাড়িয়ে নিলেন ও বেদিতে জ্বালিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 পরে তিনি অন্ত্রাবরক সমস্ত মেদ,যকৃতের ঊর্ধ্বাংশ এবং মেদসহ বৃক্ক দুটি দিয়ে বেদীর উপরে আহুতি দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে তিনি অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ, ও যকৃতের অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া ও তাহার মেদ লইলেন, ও মোশি তাহা বেদির উপরে দগ্ধ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 সে যকৃৎ থেকে সব চর্বি বার করে নিল এবং সেই সঙ্গে দুটি বৃক্ক ও তাদের ওপরকার সব চর্বিটুকু নিয়ে সেই বেদীর ওপর তাদের পোড়াল। অধ্যায় দেখুন |