Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 8:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 পরে মোশি অভিষেকার্থ তৈল লইয়া আবাস ও তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পরে মূসা অভিষেকের তেল নিয়ে শরীয়ত-তাঁবু ও তার মধ্যস্থিত সমস্ত বস্তু অভিষেক করে পবিত্র করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 পরে মোশি অভিষেকার্থক তেল নিলেন, এবং সমাগম তাঁবু ও তার মধ্যের সমস্ত দ্রব্য অভিষিক্ত করলেন, এবং সেগুলি উৎসর্গ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তারপর মোশি অভিষেকের তেল দিয়ে শিবির ও তার ভিতরকার সমস্ত বস্তু অভিষিক্ত করে পবিত্র করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 পরে মোশি অভিষেকার্থ তৈল লইয়া আবাস ও তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এরপর মোশি অভিষেকের তেল নিল এবং পবিত্র তাঁবুর ওপর ও তার ভেতরের সমস্ত জিনিসের ওপর তা ছিটিয়ে দিল। এইভাবে মোশি তাদের পবিত্র করল।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 8:10
4 ক্রস রেফারেন্স  

তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশুন্য রুটির ডালি সঙ্গে লও,


যে দিনে তাহারা সদাপ্রভুর যাজন কর্ম করিতে নিযুক্ত হয়, সেই দিনাবধি সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহাই হারোণের ও তাহার পুত্রগণের অভিষেকের জন্য অধিকার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন