লেবীয় পুস্তক 7:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর যাজক সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারার্থে বেদির উপরে এই সকল দগ্ধ করিবে; ইহা দোষার্থক বলি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর ইমাম মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর জন্য কোরবানগাহ্র উপরে এসব পুড়িয়ে ফেলবে; এটি দোষ-কোরবানী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে এগুলি বেদিতে রেখে যাজক পোড়াবে। এটি দোষার্থক-নৈবেদ্যদান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 পুরোহিত এগুলি হোমের নৈবেদ্যস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে অপরাধ মোচনের বলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর যাজক সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারার্থে বেদির উপরে এই সকল দগ্ধ করিবে; ইহা দোষার্থক বলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ঐ সমস্ত জিনিস যাজক বেদীর ওপর পোড়াবে। এ হবে প্রভুর প্রতি আগুনে প্রস্তুত এক নৈবেদ্য। এটা হল এক দোষ মোচনের নৈবেদ্য। অধ্যায় দেখুন |