Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

37 হোমের, ভক্ষ্য-নৈবেদ্যের, পাপার্থক বলির, দোষার্থক বলির হস্তপূরণের ও মঙ্গলার্থক বলির এই ব্যবস্থা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

37 পোড়ানো-কোরবানীর, শস্য-উৎসর্গের, গুনাহ্‌-কোরবানীর, দোষ-কোরবানীর অভিষেক করার ও মঙ্গল-কোরবানীর জন্য এ হল ব্যবস্থা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

37 হোমবলি, শস্য-নৈবেদ্য, পাপার্থক বলি, দোষার্থক-নৈবেদ্য, অভিষিক্তকরণ ও মঙ্গলার্থক বলিদানের পক্ষে এই বিধান,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

37 হোমবলি, ভক্ষ্য নৈবেদ্য, প্রায়শ্চিত্ত বলি, অপরাধ মোচনের বলি, পৌরাহিত্যের পদে নিয়োগ এবং স্বস্ত্যয়ন বলি সংক্রান্ত বিধিব্যবস্থা উক্তরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

37 হোমের, ভক্ষ্য-নৈবেদ্যের, পাপার্থক বলির, দোষার্থক বলির, হস্তপূরণের ও মঙ্গলার্থক বলির এই ব্যবস্থা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

37 ঐগুলি হল হোমবলি, শস্য নৈবেদ্য, পাপমোচনের নৈবেদ্য, দোষমোচনের বলি, মঙ্গল নৈবেদ্য এবং যাজক নির্বাচন সম্পর্কে নিয়মাবলী।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:37
11 ক্রস রেফারেন্স  

আর আমার যাজন কর্ম করণার্থে তাহাদিগকে পবিত্র করিবার জন্য তুমি তাহাদের প্রতি এই সকল কর্ম করিবে; নির্দোষ একটি পুংগোবৎস ও দুইটি মেষ লইবে।


অভিষেকের দিনে হারোণ ও তাহার পুত্রগণ সদাপ্রভুর উদ্দেশে এই উপহার উৎসর্গ করিবে, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের জন্য ঐফার দশমাংশ সূক্ষ্ম সুজি, প্রাতঃকালে অর্ধেক ও সন্ধ্যাকালে অর্ধেক।


পরে সদাপ্রভু মোশিকে ডাকিয়া সমাগম-তাম্বু হইতে এই কথা কহিলেন,


পরে তুমি সেই মেষের মেদ, লেজ ও অন্ত্রের উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইবে, কেননা সেটি হস্তপূরণার্থক মেষ।


আর সে যদি মেষবৎসা আনিতে অসমর্থ হয়, তবে আপনার কৃত পাপের জন্য দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক, এই দোষার্থক বলি সদাপ্রভুর নিকটে আনিবে; তাহার একটি পাপার্থ, অন্যটি হোমার্থ হইবে।


পরে তিনি দ্বিতীয় মেষ, অর্থাৎ হস্তপূরণার্থক মেষটি আনিলেন, এবং হারোণ ও তাঁহার পুত্রগণ ঐ মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।


আর তিনি তাহাকে হনন করিলেন, এবং মোশি তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলির উপরে ও দক্ষিণ পাদের বৃদ্ধাঙ্গুলের উপরে দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন