Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 আর বলির সমস্ত মেদ উৎসর্গ করিবে, লেজ ও আঁতড়িঢাকা মেদ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর কোরবানীর সমস্ত চর্বি কোরবানী করবে, লেজ ও পাকস্থলীর উপরিস্থ চর্বি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এর সমস্ত চর্বি উৎসর্গ করা হবে, মেদযুক্ত লেজ, অন্ত্র আচ্ছাদনকারী মেদ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বলির সমস্ত মেদ উৎসর্গ করতে হবে। মেদপুষ্ট লেজ, অন্ত্রাবরক মেদ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর বলির সমস্ত মেদ উৎসর্গ করিবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “যাজক দোষ মোচনের বলির সমস্ত মেদ অবশ্যই উৎসর্গ করবে, মেদসহ লেজ এবং ভিতর অংশের ওপর ছড়িয়ে থাকা মেদ উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:3
9 ক্রস রেফারেন্স  

আর তাহার অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে।


ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।


দেখ, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে।


তোমরা তাহার মাংস কাঁচা কিম্বা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও; তাহার মুণ্ডু, জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ।


হারোণের পুত্রগণের মধ্যে যে কেহ মঙ্গলার্থক বলির রক্ত ও মেদ উৎসর্গ করে, সে আপন অংশরূপে তাহার দক্ষিণ জঙ্ঘা পাইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন