লেবীয় পুস্তক 7:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 যে স্থানে লোকেরা হোমবলি হনন করে সেই স্থানে দোষার্থক বলি হনন করিবে, এবং যাজক বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 যে স্থানে লোকেরা পোড়ানো-কোরবানী জবেহ্ করে সেই স্থানে দোষ-কোরবানী জবেহ্ করবে এবং ইমাম কোরবানগাহ্র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 দোষার্থক-নৈবেদ্যদান সেখানে করতে হবে, যেখানে হোমবলি করা হয় এবং বেদির উপরে চারপাশে এর রক্ত ছিটাতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 যেখানে হোমবলির পশু হনন করা হয় সেখানেই অপরাধ মোচনের বলির পশু হনন করবে। পুরোহিত বেদীর গায়ে চারিদিকে সেই বলির রক্ত ঢেলে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 যে স্থানে লোকেরা হোমবলি হনন করে, সেই স্থানে দোষার্থক বলি হনন করিবে, এবং যাজক বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 একজন যাজক দোষ মোচনের বলি অবশ্যই সেই জায়গায় হত্যা করবে যেখানে হোমের বলি হত্যা করা হয়, তারপর দোষ মোচনের বলির রক্ত বেদীর সবদিকে ছিটিয়ে দেবে। অধ্যায় দেখুন |