Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 7:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 আর মঙ্গলার্থক স্তববলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করিতে হইবে; তাহার কিছুই প্রাতঃকাল পর্যন্ত রাখা যাইবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর মঙ্গলের নিমিত্ত আনা শুকরিয়া-কোরবানীর গোশ্‌ত কোরবানীর দিনেই ভোজন করতে হবে; তার কিছুই সকাল পর্যন্ত রাখা যাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 তার ধন্যবাদ জ্ঞাপনের মঙ্গলার্থক বলির মাংস উৎসর্গীকরণের দিনে অবশ্যই ভোজন করতে হবে; সকাল পর্যন্ত যেন কোনো খাদ্য রাখা না হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 স্বস্ত্যয়নের জন্য কৃতজ্ঞতার বলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করতে হবে। পরের দিন সকাল পর্যন্ত তার কিছুই রাখা চলবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর মঙ্গলার্থক স্তববলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করিতে হইবে; তাহার কিছুই প্রাতঃকাল পর্য্যন্ত রাখিতে হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 মঙ্গল নৈবেদ্যর মাংস যেদিন উৎসর্গ করা হবে, সেই দিনেই তা খেতে হবে। একজন মানুষ এই উপহার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতেই দেয়; কিন্তু পরের দিন সকালের জন্য মাংসের একটুও যেন পড়ে না থাকে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 7:15
5 ক্রস রেফারেন্স  

তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত দ্রব্যের সহিত নিবেদন করিও না; আর আমার উৎসব সম্পর্কীয় মেদ প্রাতঃকাল পর্যন্ত সমস্ত রাত্রি না থাকুক।


কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তববলির সহিত তৈলমিশ্রিত তাড়ীশুন্য রুটি, তৈলাক্ত তাড়ীশুন্য সরুচাকলী, তৈলসিক্ত সূক্ষ্ম সুজি ও তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে।


সদাপ্রভু যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তুমি সপরিবারে প্রতি বৎসর তাহা ভোজন করিবে।


আর প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছুই রাখিও না; কিন্তু প্রাতঃকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন