লেবীয় পুস্তক 4:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 পরে ঐ পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলির স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 পরে ঐ গুনাহ্-কোরবানীর জন্য আনা পশুটির মাথায় হাত রেখে পোড়ানো-কোরবানী স্থানে সেই গুনাহ্-কোরবানীর পশু জবেহ্ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 পাপার্থক বলির মাথায় সে হাত রাখবে ও হোমবলির জায়গায় সেটিকে বধ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সে ঐ প্রায়শ্চিত্ত বলির মাথায় হাত রেখে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 পরে ঐ পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলিস্থানে সেই পাপার্থক বলি হনন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 সে তার হাত প্রাণীটির মাথায় রাখবে এবং হোমবলির জায়গায় তাকে হত্যা করবে। অধ্যায় দেখুন |