লেবীয় পুস্তক 4:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 পরে ইমাম তার আঙ্গুল দ্বারা সেই গুনাহ্-কোরবানীর কিঞ্চিৎ রক্ত নিয়ে কোরবানগাহ্র শিংগুলোর উপরে দেবে এবং তার রক্ত কোরবানগাহ্র গোড়ায় ঢেলে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 এরপর পাপার্থক বলিদানের খানিকটা রক্ত যাজক আঙুল দিয়ে তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 পরে পুরোহিত নিজের আঙুলে ঐ প্রায়শ্চিত্ত বলির রক্ত কিছুটা নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত হোমবেদীর মূলে ঢেলে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপর্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 পাপ নৈবেদ্যর কিছুটা রক্ত যাজক অবশ্যই তার আঙুলে নেবে এবং জ্বলন্ত নৈবেদ্যর বেদীর কোণগুলোয় তা লাগাবে। বাকি রক্তটুকু যাজক অবশ্যই বেদীর মেঝেতে ঢেলে ফেলবে। অধ্যায় দেখুন |