লেবীয় পুস্তক 4:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি ভুলবশতঃ পাপ করে এবং তাহা সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম করিয়া যদি দোষী হয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর ইসরাইলের সমস্ত মণ্ডলী যদি ভুলবশত গুনাহ্ করে এবং তা সমাজের দৃষ্টির অগোচর থাকে এবং মাবুদের হুকুমে নিষেধ আছে এমন কোন কাজ করে যদি দোষী হয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “ ‘যদি সমগ্র ইস্রায়েলী সমাজ অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, এমনকি বিষয়টি সমাজের অজানা থাকলেও তারা দোষী সাব্যস্ত হবে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যদি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী অজ্ঞতাবশতঃ পাপ করে, সমাজের অগোচরে প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তারা দোষী হয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে, এবং তাহা সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া যদি দোষী হয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “এমনও হতে পারে যে সমগ্র ইস্রায়েল জাতি না জেনে পাপ করেছে। তারা হয়তো এমন অনেক কাজ করে বসেছে যেগুলি প্রভু তাদের না করতেই আজ্ঞা দিয়েছেন। যদি তাই ঘটে তারা দোষী হবে। অধ্যায় দেখুন |