লেবীয় পুস্তক 4:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 পরে ঐ গোবৎসের চর্ম, সমস্ত মাংস, মস্তক ও পদ, অন্ত্র ও গোময়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে ঐ বাছুরটির চামড়া, সমস্ত গোশ্ত, মাথা ও পা, অন্ত্র ও গোবর, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 কিন্তু ওই বাছুরটির চামড়া, সমস্ত মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তারপর চামড়া, মাংস, মুণ্ড, পা গুলি, অন্ত্র ও গোময় সমেত অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে ঐ গোবৎসের চর্ম্ম, সমস্ত মাংস, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11-12 কিন্তু যাজক অবশ্যই ষাঁড়টির চামড়া, ভেতরের অংশগুলো এবং শরীরের বর্জ্য পদার্থ এবং মাথা ও পায়ের সমস্ত মাংস সরিয়ে রাখবে। যাজক সেই সব অংশ তাঁবুর বাইরে বিশেষ জায়গায়-যেখানে ছাইগুলো ঢেলে রাখা হয়, সেখানে বয়ে নিয়ে আসবে। সেখানে অবশ্যই সে কাঠের ওপর সেই সব অংশ রেখে পোড়াবে। যেখানে ছাইগুলো ঢালা আছে সেখানেই ষাঁড়টিকে পোড়াতে হবে। অধ্যায় দেখুন |