লেবীয় পুস্তক 3:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্রগণ বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 সে তার মাথায় হাত রেখে জমায়েত-তাঁবুর সম্মুখে তাকে জবেহ্ করবে এবং হারুনের পুত্ররা কোরবানগাহ্র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 ছাগটির মাথায় সে হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে তাকে বধ করবে। পরে হারোণের পুত্রেরা বেদির চারপাশে বধ করা পশুর রক্ত ছিটাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 ছাগটির মাথায় হাত রেখে সে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। হারোণ বংশীয় পুরোহিতদের একজন তার রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্রগণ বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 লোকটি ছাগলটির মাথায় তার হাত রাখবে এবং তাকে সমাগম তাঁবুর সামনে হত্যা করবে। তারপর হারোণের পুত্ররা বেদীর চারপাশে ছাগলের সেই রক্ত ছিটিয়ে দেবে। অধ্যায় দেখুন |