লেবীয় পুস্তক 27:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 মনুষ্যদের মধ্যে যে কেহ বর্জিত হয়, তাহাকে মুক্ত করা যাইবে না; সে নিতান্ত বধ্য হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 মানুষের মধ্যে যে কেউ মাবুদের কাছে শর্তহীনভাবে উৎসর্গকৃত, তাকে মুক্ত করা যাবে না; তাকে হত্যা করতে হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 “ ‘ধ্বংসাত্মক কর্মে লিপ্ত কোনো বর্জিত ব্যক্তির বন্দিত্বমোচন হবে না; তাকে মৃত্যুদণ্ড পেতেই হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 এইভাবে কোন মানুষকেও যদি ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করা হয়, তবে তাকে মুক্ত করা যাবে না, তাকে বধ করতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 মনুষ্যদের মধ্যে যে কেহ বর্জ্জিত হয়, তাহাকে মুক্ত করা যাইবে না; সে নিতান্ত বধ্য হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 প্রভুর প্রতি বিশেষ ধরণের উপহার যদি কোন ব্যক্তি হয় তা হলে তাকে মুক্ত করা যাবে না। সেই ব্যক্তিকে অবশ্যই নিহত হতে হবে। অধ্যায় দেখুন |