লেবীয় পুস্তক 26:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 আর তোমরা জাতিগণের মধ্যে বিনষ্ট হইবে, ও তোমাদের শত্রুদের দেশ তোমাদিগকে গ্রাস করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর তোমরা নানা জাতির মধ্যে বিনষ্ট হবে ও তোমাদের দুশমনদের দেশ তোমাদেরকে গ্রাস করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 জাতিদের মাঝে তোমরা বিনষ্ট হবে; তোমাদের শত্রুদের দেশ তোমাদের গ্রাস করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 বিভিন্ন জাতির মাঝে তোমাদের অবলুপ্তি ঘটবে। শত্রুকুল তোমাদের গ্রাস করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর তোমরা জাতিগণের মধ্যে বিনষ্ট হইবে, ও তোমাদের শত্রুদের দেশ তোমাদিগকে গ্রাস করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 অন্য দেশগুলির মধ্যে তোমরা হারিয়ে যাবে। তোমাদের শত্রুদের দেশে তোমরা মুছে যাবে। অধ্যায় দেখুন |