লেবীয় পুস্তক 26:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 আর তোমরা আপন আপন পুত্রগণের মাংস ভোজন করিবে, ও আপন আপন কন্যাগণের মাংস ভোজন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর তোমরা নিজ নিজ পুত্রদের মাংস ভোজন করবে ও নিজ নিজ কন্যাদের মাংস ভোজন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 তোমরা নিজের নিজের ছেলেদের ও মেয়েদের মাংস ভক্ষণ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 নিজেদের পুত্র কন্যাদের মাংস তোমাদের খেতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর তোমরা আপন আপন পুত্রগণের মাংস ভোজন করিবে, ও আপন আপন কন্যাগণের মাংস ভোজন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তোমরা এত বেশী ক্ষুধার্ত হবে যে তোমরা তোমাদের ছেলেদের এবং মেয়েদের ভক্ষণ করবে। অধ্যায় দেখুন |